রহমত নিউজ 03 September, 2025 08:35 PM
পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষ্যে আগামী ১৩ সেপ্টেম্বর রাজধানীর বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত “আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫”। এ মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মেলা কমিটির সদস্য ও রুহামা পাবলিকেশনের প্রকাশক রফিকুল ইসলাম।
তিনি জানান, আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫ এর স্টল তৈরির কাজ চলমান। এবারের মেলায় পাকিস্তান, মিসর ও লেবানন থেকে ৪টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান তাদের নিজস্ব প্রকাশিত বই নিয়ে অংশগ্রহণ নিশ্চিত করেছে। আশা করা যাচ্ছে, দেশীয় শতাধিক প্রতিষ্ঠানও তাদের নিজ নিজ বই নিয়ে অংশগ্রহণ করবে।
রফিকুল বলেন, এবারই প্রথম মেলার স্টল বায়তুল মোকাররমের পূর্ব গেট থেকে দৈনিক বাংলার মেইন রোড পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে।
আয়োজক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের সভাকক্ষে মেলার স্টল বরাদ্দের লটারি হবে।
এবারের মেলায় পাঠক-দর্শনার্থীদের জন্য থাকছে শিশুচত্বর, মিডিয়া কর্নার, নারীদের আলাদা বসার স্থান, লিটল ম্যাগাজিন কর্নার, লেখক কর্নার, চা-কফি ও ফুড কর্নার এবং ইনফরমেশন সেন্টার। এ ছাড়া বিশাল মঞ্চে অনুষ্ঠিত হবে লেখক-প্রকাশক-পাঠক মিলনমেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন।
উল্লেখ্য; নব্বইয়ের দশকের শেষ দিকে সীমিত পরিসরে ইসলামি বইমেলার যাত্রা শুরু হলেও এখন তা দেশের সবচেয়ে বড় ইসলামি বইমেলায় পরিণত হয়েছে। এবারের আয়োজনকে ঘিরে লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে ইতোমধ্যেই উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।